AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত অস্ত্র ও গোলাবারুদসহ আটক ২ , জিম্মি থাকা ৯ জেলে উদ্ধার



সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত অস্ত্র ও গোলাবারুদসহ আটক ২ , জিম্মি থাকা ৯ জেলে উদ্ধার

সুন্দরবনের কুখ্যাত ডাকাত রাঙ্গা বাহিনীর দুই সহযোগীকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়েছে। এসময় জিম্মি থাকা ৯ জেলেকে উদ্ধার করা হয়েছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার (১২ সেপ্টেম্বর ) ভোর ৫টায় কোস্টগার্ড বেস মোংলা উক্ত এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালীন ডাকাতরা পালানোর চেষ্টা করলে কোস্টগার্ডের আভিযানিক দল ধাওয়া করে।

অভিযানে আটককৃতদের কাছ থেকে জব্দ করা হয়: ২টি একনলা বন্দুক, ২ রাউন্ড তাজা কার্তুজ

৮ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম, ১টি দেশীয় অস্ত্র ।

এই সময় জিম্মি থাকা ৯ জেলেকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলেরা জানিয়েছেন, তারা গত ৩ সেপ্টেম্বর মাছ ও কাঁকড়া ধরার উদ্দেশ্যে সুন্দরবনে গিয়েছিলেন। গত রাতে ডাকাতরা তাদের আটক করে মুক্তিপণ দাবি করেছিল। সকল উদ্ধারকৃত জেলে খুলনার দাকোপ থানার বাসিন্দা।

আটককৃত ডাকাত সহযোগী নাসির মোল্লা (৩১) ও মিন্টু সরদার (৪০) বাগেরহাট ও খুলনা জেলার বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে রাঙ্গা বাহিনীর সঙ্গে ডাকাতি এবং অস্ত্র ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানিয়েছেন, উদ্ধারকৃত জেলে, আটককৃত ডাকাত ও জব্দকৃত আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্টগার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

একুশে সংবাদ/বা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!