বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, “বিএনপি লুটপাটে বিশ্বাস করে না। গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার ও দরিদ্র মানুষের অর্থনৈতিক অধিকারে বিশ্বাস করে। উদার রাজনৈতিক দল হিসেবে বিএনপি ইনশাআল্লাহ ১৮ কোটি মানুষের হারানো গণতন্ত্র আবার ফিরিয়ে আনবে। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এটাই হোক আমাদের অঙ্গীকার।”
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় মঈন খান অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ ক্ষমতার লোভে একের পর এক ভুয়া ভোট আয়োজন করেছে। তাদের স্লোগান ছিল ‘আমার ভোট আমি দেব, দিনের ভোট রাতে দেব।’
তিনি আরও বলেন, “বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু স্বৈরশাসক আওয়ামী লীগ সেই গণতন্ত্র নষ্ট করেছে। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী দুঃশাসনের পতনের পর মানুষ হারানো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন দেখছে।”
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে মঈন খান বলেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচন অবশ্যই সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। সেই নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করে হারানো গণতন্ত্র ফিরে আসুক—এটাই প্রত্যাশা।
পলাশ উপজেলা বিএনপির সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক নেছার খান, শ্রমিক দলের সভাপতি আল-আমিন ভূঁইয়া, পলাশ থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেলসহ অন্যরা।
এর আগে ড. আবদুল মঈন খান পলাশ উপজেলা প্রেসক্লাবের নবগঠিত কার্যালয় উদ্বোধন করেন এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে