AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীমঙ্গলে মজুরি বৈষম্যের প্রতিবাদে অস্থায়ী চা শ্রমিকদের সমাবেশ



শ্রীমঙ্গলে মজুরি বৈষম্যের প্রতিবাদে অস্থায়ী চা শ্রমিকদের সমাবেশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগানে কর্মরত অস্থায়ী চা শ্রমিকরা মজুরি কম দেওয়ার প্রতিবাদে সমাবেশ করেছেন। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার খেজুরী ছড়া চা বাগানের চা কারখানার সামনে খেজুরী ছড়া ও ফুসকুড়ি চা বাগানের অস্থায়ী শ্রমিকরা একত্রিত হয়ে দাবি জানান, তারা স্থায়ী শ্রমিকদের মতোই মজুরি পেতে চান। এসময় বিভিন্ন শ্লোগান দেন তারা।

অস্থায়ী চা শ্রমিকরা বলেন, “আমরা চা বাগানের অস্থায়ী শ্রমিকরা অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। আমরা চা বাগানে স্থায়ী শ্রমিকদের মতোই কাজ করি। কিন্তু যেখানে স্থায়ী শ্রমিকরা দৈনিক ১৮৭ টাকা মজুরি পান, আমরা অস্থায়ী শ্রমিকরা মাত্র ১২০ টাকা পাই। অনেক সময় আমাদের কাজেও নেওয়া হয় না। রেশন সুবিধাও আমরা পাই না। ১২০ টাকা দিয়ে সংসার চালানো অনেক কঠিন। এজন্য আমরা আজ আমাদের মজুরি বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করছি।”

 

 

একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে
 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!