AB Bank
  • ঢাকা
  • রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা সংবিধানে নেই: সালাউদ্দিন আহমেদ


Ekushey Sangbad
মোঃ সাকের খান, মদন, নেত্রকোণা
০৬:২৬ পিএম, ৩০ আগস্ট, ২০২৫

পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা সংবিধানে নেই: সালাউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ চৌধুরী বলেছেন, সংবিধানে নির্বাচনের কথা উল্লেখ থাকলেও পিআর পদ্ধতিতে ভোট নেওয়ার নির্দেশনা নেই। তিনি আরও স্পষ্ট করেন, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারীর প্রথমার্ধে, রমজানের আগেই সাধারণ ভোট গ্রহণ হবে এবং কেউ নির্বাচন রুখতে পারবে না।

শনিবার জেলা শহরের ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন আহমেদ বলেন, “সংবিধানের ৬৫ অনুচ্ছেদ ২ অনুযায়ী প্রত্যেক আসনে ভোটারদের প্রত্যক্ষ ভোটে সংসদ সদস্য নির্বাচিত হবেন। সংবিধানে পিআর পদ্ধতির কোনো কথা নেই।”

তিনি নেতাকর্মীদের আহ্বান জানান, গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং ভোটের অধিকার ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম চালিয়ে যেতে হবে। নির্বাচনের পরিবেশকে কেউ বাধাগ্রস্ত করলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলেও উল্লেখ করেন।

সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হকের সভাপতিত্বে এবং সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্ঠা সৈয়দ আলমগীর হাসান, যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিকালে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হবে। সর্বশেষ জেলা বিএনপির সম্মেলন হয়েছিল ২০১৪ সালের ২৫ অক্টোবর এবং ২০১৯ সালের ৬ আগস্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছিল।

 

একুশে সংবাদ/নে.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!