ঝালকাঠির রাজাপুর উপজেলার পুটিয়াখালি এলাকার ঝালোবাড়ি মাদ্রাসার খালে শুক্রবার (২৯ আগস্ট) গোসলে নেমে নিখোঁজ হন কলেজ ছাত্র শামীম হোসেন (১৯)। নিখোঁজের ২৪ ঘণ্টা পর শনিবার (৩০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে একই স্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
শামীম ওই এলাকার ব্যবসায়ী মানিকের ছেলে। তিনি চলতি বছর বড়ইয়া ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে নিত্যদিনের মতো বাড়ির সামনের খালে গোসল করতে নেমে মাছ ধরার চুঙ্গা তুলতে গিয়ে হঠাৎ খালের গভীর পানির স্রোতে তলিয়ে যান শামীম।
পরবর্তীতে স্বজন ও এলাকাবাসী দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পাননি। এক পর্যায়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে তারা এসে অভিযান চালায়, তবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
শনিবার সকালে স্থানীয়রা ও স্বজনরা মিলে পুনরায় খোঁজাখুঁজি করলে, এক পর্যায়ে শামীমের দুলাভাই মতিউর রহমান ওই একই স্থান থেকে দুপুর সাড়ে ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, “আমরা খবর পেয়েছি মৃতদেহ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”
একুশে সংবাদ/ঝা.প্র/এ.জে