AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ছেঁড়া ১০০ টাকা নিয়ে বাকবিতন্ডা, হামলার ৫ দিন পর দোকানদারের মৃত্যু


Ekushey Sangbad
আব্দুল ওয়াহাব, চাঁপাইনবাবগঞ্জ
০২:১৬ পিএম, ২৭ আগস্ট, ২০২৫

ছেঁড়া ১০০ টাকা নিয়ে বাকবিতন্ডা, হামলার ৫ দিন পর দোকানদারের মৃত্যু

জালমাছমারী এলাকায় বাবুল হোসেন (৫৫) নামে এক দোকানদার বিকাশ লেনদেনে ছেঁড়া ১০০ টাকাকে কেন্দ্র করে বাকবিতন্ডা ও হামলার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ঘটনা ঘটে ২১ আগস্ট সকালে, বড়চক এলাকার গুমানের ছেলে আসাদুল বাবুলের ভাই নজরুল ইসলামের বিকাশ দোকান থেকে ২ হাজার টাকা ক্যাশআউট করে। দুই ঘন্টা পরে আসাদুল দাবি করেন ১০০ টাকার একটি ছেঁড়া নোট ফেরত দিতে, যা নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এর কিছুক্ষণ পর ১০–১৫ জন দেশীয় অস্ত্রসহ দোকানে হামলা চালায়। ভাইকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হন বাবুল হোসেন।

তাকে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। স্বজনরা কিছুটা সুস্থ হলে তাকে বাসায় নেয়। মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে তিনি ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি হন এবং সেখানেই মারা যান। চিকিৎসকদের প্রাথমিক ধারনা অনুযায়ী, রক্তশূন্যতার কারণে মৃত্যু হয়েছে।

শিবগঞ্জ থানার ওসি জানিয়েছেন, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

 


একুশে সংবাদ/চাঁ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!