চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন বালুখালি গ্রাম থেকে হাছিঁ মিয়া (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ভূজপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নুরুল আলম জানান, মঙ্গলবার রাতে হাছিঁ মিয়া স্থানীয় একটি বাড়িতে দাওয়াতে যোগ দিয়ে রাত কাটান। ভোরে দোকান খোলার উদ্দেশ্যে বের হওয়ার পর সকাল ৭টার দিকে তার মরদেহ সড়কের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, হাছিঁ মিয়ার দীর্ঘদিনের ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের সমস্যা ছিল। ধারণা করা হচ্ছে, রাতভর নির্ঘুম কাটানোর পর ভোরে বের হওয়ার সময় স্ট্রোকের কারণে তার মৃত্যু হয়েছে।
নিহতের আত্মীয় আব্দুল জব্বার বলেন, “হাছিঁ মিয়ার কারও সাথে শত্রুতা ছিল না। তিনি একজন শান্ত স্বভাবের বৃদ্ধ মানুষ। তবে আমরা চাই প্রশাসন বিষয়টি খতিয়ে দেখুক।”
মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
একুশে সংবাদ/চ.প্র/এ.জে