ফরিদপুরের চরভদ্রাসনে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সেক সোহরারকে গ্রেফতার করেছে পুলিশ।
তিনি উপজেলার ১নং ইউনিয়নের চর শালেপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকাল ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে চরভদ্রাসন থানার এসআই ওয়াসেক, এসআই রফিকুজ্জামান সহ সঙ্গীয় ফোর্স নিয়ে চর শালেপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় সাজাপ্রাপ্ত আসামি সেক সোহরারকে তার বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়।
চরভদ্রাসন থানার ওসি মোঃ রজিউল্লাহ খান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, গ্রেফতারকৃত সেক সোহরার নারী ও শিশু নির্যাতন দমন আইনে রুজু হওয়া সিআর (নারী-শিশু)-১৯৭/১৭ নম্বর মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন।
একুশে সংবাদ/ফ.প্র/এ.জে