কোটচাঁদপুর মডেল থানার পুলিশ ৭৫ পিচ ইয়াবাসহ রাসেল হোসেন (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে। তিনি ফুলবাড়ি গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে। বুধবার সকালে তাকে মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কোটচাঁদপুর থানার এলাকায় অবৈধ মাদকদ্রব্য, অস্ত্র ও চোরাই মালামাল উদ্ধারের অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার রাতে ফুলবাড়ি সমাজ কল্যাণ বাজার এলাকায় গোপন সংবাদে অভিযান চালানো হয়। অভিযানে কোটচাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম রাসেল হোসেনকে মিন্টুর ড্রাগন বাগানের সামনে থেকে আটক করেন।
থানা পুলিশ জানায়, রাসেল দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদক বেচা-কেনা করে আসছিল। কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, “মাদকসহ বিভিন্ন অবৈধ জিনিসপত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এ অভিযানেই মঙ্গলবার ৭৫ পিচ ইয়াবা উদ্ধার ও একজন মাদক কারবারি আটক হয়েছে।”
একুশে সংবাদ/ঝি.প্র/এ.জে