কুমিল্লার তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ওসমান খানের বিরুদ্ধে অনলাইনে ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী।
রবিবার (২৪ আগস্ট) দুপুর ৩টায় নয়াকান্দি বাজারে সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় মাদক ব্যবসায়ী ও অপকর্মে জড়িত একটি মহল ষড়যন্ত্র করে ওসমান মেম্বারের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। তারা দাবি করেন, ইউপি সদস্য হিসেবে ওসমান খান রাস্তা-ঘাট নির্মাণ, কবরস্থান সংস্কার ও অসহায়দের সহযোগিতাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছেন।
বক্তারা আরও বলেন, ওসমান মেম্বার একজন সৎ, নির্লোভ ও জনবান্ধব জনপ্রতিনিধি। তার বিরুদ্ধে যেকোনো অপপ্রচারের বিরুদ্ধে এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে। পাশাপাশি তারা মিথ্যা সংবাদ প্রত্যাহার ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন নয়াকান্দি বাজার কমিটির সভাপতি মো. মনিরুজ্জামান, কৃষক দলের নেতা মঙ্গল সরকার, বিএনপি নেতা দুলাল প্রধান, জুয়েল মিয়া, সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা সোলেমান খান সাদ্দামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় ভাটিবন, দুখিয়ারকান্দি, নয়াকান্দি ও আশপাশের কয়েকটি গ্রামের কয়েক শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ইউপি সদস্য মো. ওসমান খান বলেন, উন্নয়নমূলক কাজ ও মাদকবিরোধী কার্যক্রমের কারণে একটি কুচক্রী মহল ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারে নেমেছে। আজকের মানববন্ধন প্রমাণ করেছে, সাধারণ মানুষ তার পাশে রয়েছে।
একুশে সংবাদ/কু.প্র/এ.জে