বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে নান্দাইল উপজেলায় ছাত্রদল নেতা হৃদয় হাসানের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা রোপণ করা হয়েছে।
রোববার (২৪ আগস্ট) সকালে পাচানি উচ্চ বিদ্যালয়ে আড়াইশ ফলজ ও বনজ গাছের চারা রোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাচানি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাইজুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা হৃদয় হাসান, রুবায়েত ইসলাম প্রান্ত, সাকিব হাসান, মনির হাসান, বাদন, পাবেল মিয়া সহ শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।
উপজেলা ছাত্রদল নেতা হৃদয় হাসান জানান, “গণতন্ত্রের জননী এবং আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আমার ব্যক্তিগত উদ্যোগে আড়াইশ গাছের চারা রোপণ করা হয়েছে। এ ছাড়াও আগামী দিনে আরও ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা রোপণ করা হবে।”
বৃক্ষরোপণের পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়।
একুশে সংবাদ/ম.প্র/এ.জে