কিশোরগঞ্জের ইটনা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বাসভবনে হামলা ও হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় আসামি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজাদুর রহমান সুজন (৩০)কে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প গ্রেফতার করেছে।
শনিবার (২৩ আগস্ট) সকালে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১৩ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে শতাধিক ব্যক্তি ইউএনও’র বাসভবনে হামলা চালায়। এ সময় বাসভবনের গেইট ভাঙচুর করা হয় এবং ইট-পাটকেল নিক্ষেপে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। হামলাকারীরা দায়িত্বে থাকা আনসার সদস্যদের ওপরও আক্রমণ চালিয়ে মারাত্মক জখম করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। পাশাপাশি আনসার সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়।
ঘটনার পরদিন (১৪ আগস্ট) এক আনসার সদস্য বাদী হয়ে ৪২ জনের নাম উল্লেখসহ আরও ২০০-৩০০ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে ইটনা থানায় মামলা (মামলা নম্বর-০২/২০২৫) দায়ের করেন।
মামলার পর র্যাব ছায়াতদন্ত শুরু করে এবং আসামিদের ধরতে অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় শনিবার (২৩ আগস্ট) রাত দেড়টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার বনানী মোড় এলাকায় বিশেষ অভিযানে মামলার ৪ নম্বর আসামি আজাদুর রহমান সুজনকে গ্রেফতার করা হয়।
র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক মো. আশরাফুল কবির জানান, গ্রেফতারের পর আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
একুশে সংবাদ/কি.প্র/এ.জে