সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযানে রাবেল মিয়া (২০) নামের এক ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতকে ২১ আগস্ট, বৃহস্পতিবার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বুধবার(২০ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ছাতক ক্যাম্পের ২৫ সদস্যের টহল দল এবং জগন্নাথপুর থানার পুলিশ বাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানটি জগন্নাথপুর পৌরসভার ভবের বাজার এলাকায় অনুষ্ঠিত হয়।
অভিযানকালে রাবেল মিয়ার কাছ থেকে উদ্ধার করা হয়: ১টি একনলা বন্দুক, ২টি পাইপগান, ১টি কার্তুজ, ১টি লোহার ক্লিনিং রড, ১টি চাপাতি, ৬টি ছুরি ।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা জানান, অস্ত্র আইনের ১৯A/১৯(f) ধারায় মামলা দায়ের করে তাকে জেল-হাজতে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/সু.প্র/এ.জে