চরভদ্রাসন উপজেলা মৎস্য দপ্তর উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার( ১৮ আগস্ট) ব্যাপক আয়োজনের মাধ্যমে মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লবের নেতৃত্বে উপজেলা চত্বর থেকে র্যালি বের করা হয় এবং উপজেলা অডিটরিয়াম হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লবের সভাপতিত্বে কৃতি মৎস্য চাষীদের জন্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব স্বাগত বক্তব্য রাখেন। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন কৃতি মৎস্য চাষীদের পুরস্কার বিতরণ করেন।
এবার মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য ছিল “আবাসস্থল গড়ে তুলি - দেশি মাছে দেশ ভরি”।
চরভদ্রাসন উপজেলায় তিনজন কৃতি মৎস্য চাষীকে পুরস্কার প্রদান করা হয়। তারা হলেন:
১. হাজীডাংগী গ্রামের জাকির হোসেন পাননু (পাঙ্গাস চাষ)
২. দক্ষিণ সুলতানপুর গ্রামের আব্দুল লতিফ বিশ্বাস (কাপজাতীয় মাছ)
৩. বাঞ্ছারাম বিশ্বাসের ডাঙ্গী জিলু বিশ্বাস (কাপজাতীয় মাছ)
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাখাওয়াত হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন আবু সিদ্দিক হানিফ, সাবেক উপজেলা বিএনপি সভাপতি শাহজাহান শিকদার, উপজেলা জাইকা কর্মকর্তা মজুর সামাদ, উপজেলা মৎস্য সমিতির সভাপতি আবুল কাশেম এবং সাধারণ সম্পাদক আফতাব মুন্সী।
বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন, উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাখাওয়াত হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ এবং বাংলাদেশ প্রেসক্লাবের চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক আব্দুস সালাম মোল্লা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শামীম হোসেন।
বক্তারা বলেছেন, বেশি প্রজাতির মাছের বংশবৃদ্ধি ও জাতীয় জাটকা নিধন রোধে জেলেরা সচেতন থাকবেন। মা ইলিশ ধরার সময় নির্ধারিত সময়ে মা ইলিশ ধরা বন্ধ রাখার মাধ্যমে দেশি ইলিশ সম্পদ রক্ষা ও মাছের সংরক্ষণে সকলকে ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
একুশে সংবাদ/ফ.প্র/এ.জে