বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার জনপ্রিয় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হরেকৃষ্ণ অধিকারীর বিদায় উপলক্ষে মাধ্যমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে এক আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় উপজেলা মিলনায়তন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ইউএনও হরেকৃষ্ণ অধিকারী তাঁর সততা, কর্মনিষ্ঠা ও মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে মোল্লাহাটে শিক্ষার মানোন্নয়নে বিশেষ অবদান রেখেছেন। তিনি নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, পাঠদানের পরিবেশ উন্নয়ন, বিদ্যালয়ভিত্তিক সমস্যা দ্রুত সমাধান এবং শিক্ষকদের ন্যায্য দাবি পূরণে অগ্রণী ভূমিকা পালন করেছেন।
মোল্লাহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুর রহমান বলেন, “স্যার আমাদের শিক্ষাক্ষেত্রে যে সহযোগিতা দিয়েছেন, তা আমরা কখনো ভুলবো না। তিনি শিক্ষক সমাজের প্রকৃত অভিভাবক ছিলেন।”
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও হরেকৃষ্ণ অধিকারী বলেন, “মোল্লাহাটের মানুষের আন্তরিকতা ও ভালোবাসা আমি সারাজীবন মনে রাখব। শিক্ষা খাতের উন্নয়নে আপনাদের সঙ্গে কাজ করতে পেরে আমি গর্বিত। আশা করি, আপনারা এই সাফল্যের ধারা অব্যাহত রাখবেন।”
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়। উপস্থিত সবাই তাঁর আগামীর কর্মজীবনের সফলতা ও সুস্থতা কামনা করেন।
একুশে সংবাদ/বা.প্র/এ.জে