AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নলছিটিতে নির্যাতন সইতে না পেরে নেশাগ্রস্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন মা



নলছিটিতে নির্যাতন সইতে না পেরে নেশাগ্রস্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন মা

ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে ঝালকাঠির নলছিটিতে এক মা নিজেই ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে নলছিটি থানার পুলিশের সহযোগিতায় তিনি তালতলা বাজার থেকে ছেলেকে আটক করে থানায় সোপর্দ করেন।

পুলিশ জানায়, উপজেলার মাদারঘোনা এলাকার বাসিন্দা ফরিদা বেগম (৫২) তার ছেলে সোহাগ জোমাদ্দার (৩২)-এর বিরুদ্ধে ৪ আগস্ট থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, সোহাগ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং কোনো কাজ না করে নিয়মিত তার কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করে। টাকা না দিলে গালিগালাজ, হুমকি ও ঘরের মধ্যে অশান্তি সৃষ্টি করে।

ফরিদা বেগম অভিযোগে আরও জানান, এক পর্যায়ে সোহাগ তার কাছে এক লাখ টাকা দাবি করে এবং টাকা না পেলে ঘরে আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দেয়। ৪ আগস্ট সন্ধ্যায় ফের টাকা চাওয়ার পর ফরিদা বেগম অস্বীকৃতি জানালে সোহাগ লাঠি নিয়ে হামলার চেষ্টা করে, ঘরের আসবাবপত্র ভাঙচুর করে এবং কাপড়-চোপড় পুড়িয়ে দেয়। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

ফরিদা বেগম বলেন,“আমার ছেলে নেশাগ্রস্ত। মাঝেমধ্যেই টাকা-পয়সা চায়, যা আমার সামর্থ্যের বাইরে। না দিলে গালাগাল করে, মারধর করে, ঘরের জিনিসপত্র ভাঙচুর করে। অনেক সহ্য করেছি, এবার বাধ্য হয়ে থানায় অভিযোগ করেছি এবং নিজেই তাকে পুলিশের হাতে তুলে দিয়েছি।”

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন,“অভিযুক্ত সোহাগকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক সেবন, চুরি, ভাঙচুরসহ একাধিক অভিযোগ রয়েছে। মা নিজে উপস্থিত থেকে ছেলেকে ধরিয়ে দিয়েছেন। প্রাথমিক তদন্তে ঘরে ভাঙচুর ও আগুন দেওয়ার প্রমাণও মিলেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

 

একুশে সংবাদ/ঝা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!