AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাতলাপুর শুল্ক স্টেশন পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার



চাতলাপুর শুল্ক স্টেশন পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের সীমান্তবর্তী চাতলাপুর স্থল শুল্ক স্টেশন ও ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেছেন সিলেটে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার শ্রী চন্দর শেখর। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি এই পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।

পরিদর্শন শেষে ভারতীয় সহকারী হাইকমিশনার স্থানীয় এলসি স্টেশনের ব্যবসায়ী প্রতিনিধি ও নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। তিনি চেকপোস্টের অবকাঠামো, জনবল, যাত্রীসেবা এবং শুল্ক কার্যক্রমের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন এবং যাত্রীসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

চাতলাপুর ইমিগ্রেশন চেকপোস্টের অভিবাসন কর্মকর্তা উপপরিদর্শক মাজহারুল ইসলাম ভারতীয় ডেপুটি হাইকমিশনারের এই পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন—চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. তারিফ মিয়া, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক, চাতলাপুর এলসি স্টেশন ব্যবসায়ী সমিতির সভাপতি মুর্শেদুর রহমান সেজু, ব্যবসায়ী নেতা সলিল শেখর দত্ত, কাজী বদরুল ইসলাম, সাইফুর রহমান রিমন, আলম খান সুমন ও মো. ফখরু উদ্দিন চৌধুরী প্রমুখ।

ভারতীয় ডেপুটি হাইকমিশনার চন্দর শেখর চাতলাপুরে পৌঁছালে স্থানীয় ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর তিনি সীমান্তবর্তী জুড়ী উপজেলার বটুলি স্থল শুল্ক স্টেশন ও চেকপোস্টও পরিদর্শন করেন।

এ সময় বিজিবি, বিএসএফ, স্থানীয় প্রশাসন ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে তিনি বৈঠক করেন এবং দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য, আমদানি-রপ্তানি কার্যক্রমের সমস্যা, সীমান্ত নিরাপত্তা ও ব্যবসায়ী ভিসা সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন। ব্যবসায়ী প্রতিনিধিরা ভারতের ব্যবসা ভিসা প্রক্রিয়া সহজ করার দাবি জানান।

জবাবে সহকারী হাইকমিশনার চন্দর শেখর ব্যবসায়ীদের কথা ধৈর্যসহকারে শোনেন এবং ভিসা জটিলতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। তিনি জানান, সীমান্ত নিরাপত্তা, পারস্পরিক সহযোগিতা এবং বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবেই তার এই সফর অনুষ্ঠিত হয়েছে।

 

একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!