দীর্ঘ ১৭ বছর পর আনুষ্ঠানিকভাবে আগামী ১৫ আগস্ট (শুক্রবার) সম্মেলন করতে যাচ্ছে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলা বিএনপি।
মঙ্গলবার (৫ আগস্ট) বাগেরহাট-৪ আসনে বিএনপির সম্মেলন সংক্রান্ত মনিটরিং টিমের প্রধান এবং বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসিরের সাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। পানগুছি নদীর তীরবর্তী ঐতিহাসিক এসি লাহা পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
১৭ বছর পর মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্য বিরাজ করছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা মনে করছেন, দীর্ঘদিন পর একটি জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে কেন্দ্রীয় ও জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের উপস্থিত থাকার কথা রয়েছে।
উপজেলা সম্মেলনকে ঘিরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বলছেন, “আমরা চাই, এই সম্মেলনের মাধ্যমে মোরেলগঞ্জ উপজেলা বিএনপির নেতৃত্বে ত্যাগী, স্বচ্ছ এবং মেধাবী নেতারা স্থান পান। যাতে করে সংগঠনের সকল পর্যায়ে শৃঙ্খলা ও ঐক্য বজায় থাকে।”
সম্মেলনে সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেও জানা গেছে।
একুশে সংবাদ/বা.প্র/এ.জে