জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরের ইসলামপুরে বিএনপির আয়োজনে বিজয় শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট ) সকালে থানা মোড়স্থ সিরাজাবাদ সড়কের সামনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান খান শাহীণ। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলহাজ সুলতান মাহমুদ বাবু। তিনি আগামী নির্বাচনে জনগণের সুখের বার্তা দেয়ার ওপর গুরুত্বারোপ করে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অন্যান্য বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি একেএম শহিদুর রহমান, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক সোহেল রানা খোকন, যুবদলের আহ্বায়ক শেখ হেলাল প্রমুখ।
সমাবেশ শেষে সাবেক এমপি আলহাজ সুলতান মাহমুদ বাবুর নেতৃত্বে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড় বটতলা চত্বরে পথসভায় মিলিত হয়।
একুশে সংবাদ/জা.প্র/এ.জে