কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের উদ্যোগে দিনব্যাপী বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা জামায়াতের আয়োজনে প্রথম বিজয় র্যালিটি বের হয়। উপজেলা আমীর মাওলানা আব্দুল লতিফের নেতৃত্বে র্যালিটি জামায়াত কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রাজীবপুর বাজারে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান, সদর ইউনিয়ন আমীর মাওলানা মফিজুল হকসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
দুপুর ১২টায় উপজেলা বিএনপির আহ্বায়ক মোখলেছুর রহমানের নেতৃত্বে দ্বিতীয় বিজয় র্যালিটি থানা মোড় থেকে শুরু হয়ে উপজেলা ক্যাম্পাস ও পোস্ট অফিস এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় থানা মোড়ে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় আলহাজ্ব জামিল আহমেদ, মোহাম্মদ হেলাল আহমেদ (আহবায়ক সদস্য, কুড়িগ্রাম জেলা বিএনপি), রাজীবপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল হাই, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রশীদ মন্ডল, যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম মাহমুদ, ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এরপর বিকেলে বিজয় র্যালি করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
একুশে সংবাদ/কু.প্র/এ.জে