জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে লক্ষ্মীপুরে বিশাল গণমিছিল করেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে সদর উপজেলা জামায়াতের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
মিছিলটি শহরের ঝুমুর চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী আফনান চত্বর ঘুরে বাজার রোডে গিয়ে শেষ হয়। মিছিলে কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়।
মিছিলে অংশ নেওয়ার আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া।
বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট নজির আহমদ, সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আইন সম্পাদক আরমান হোসেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা নাসির উদ্দীন মাহমুদ, অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা ফারুক হোসাইন নূরনবী, অধ্যাপক আবদুর রহমান, শামসুল ইসলাম, সরদার সৈয়দ আহম্মেদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সভাপতি মমিন উল্লাহ পাটোয়ারী এবং পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট আবুল ফারাহ নিশান।
সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ফয়েজ আহমেদের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন—চন্দ্রগঞ্জ থানা আমির মাওলানা নূর মোহাম্মদ রাসেল, সেক্রেটারি অ্যাডভোকেট রেজাউল ইসলাম সুমন, রায়পুর উপজেলা সেক্রেটারি অ্যাডভোকেট আবদুল আউয়াল রাসেল এবং শহর জামায়াতের সেক্রেটারি হারুনুর রশীদ প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে অবিলম্বে ‘জুলাই সনদ’ ঘোষণার দাবি জানান এবং আওয়ামী লীগের বিরুদ্ধে বিচারের আহ্বান জানান।
একুশে সংবাদ/ল.প্র/এ.জে