ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাগেরহাটের মোংলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর ও উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টায় এক নম্বর জেটি সংলগ্ন মামার ঘাট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার নায়েবে আমীর ও রামপাল-মোংলার জনপ্রিয় নেতা অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ বলেন, “ছাত্র-জনতার এই ঐতিহাসিক গণঅভ্যুত্থান ছিল একনায়কতন্ত্রের বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতিবাদের সুতীব্র চিত্র। আমরা সেই চেতনাকে ধারণ করি, লালন করি এবং সামনের দিনগুলোতেও গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে লড়াই চালিয়ে যাব।”
তিনি আরও বলেন, “এই দেশের মানুষ পরিবর্তন চায়, স্বাধীনভাবে মতপ্রকাশের সুযোগ চায়। সেই সুযোগ কেবল ইসলামী শাসনব্যবস্থার মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হতে পারে।”
বিশেষ অতিথির বক্তব্যে মোংলা উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক কোহিনূর সরদার বলেন, “যে চেতনায় এই দিবসের সূচনা হয়েছিল, তা আজও আমাদের আন্দোলনের প্রেরণা। জনগণের অধিকার আদায়ে আমাদের এই সংগ্রাম চলবে।”
এছাড়া বক্তব্য রাখেন মোংলা পৌর শাখার সেক্রেটারি ও সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন, পৌর জামায়াতের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আবিদ হাসান প্রমুখ।
সমাবেশে সভাপতিত্ব করেন মোংলা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবু হানিফ।
বক্তারা শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং আগামী দিনের সংগ্রামে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
একুশে সংবাদ/বা.প্র/এ.জে