স্বৈরাচার পতনের প্রথম বার্ষিকী উপলক্ষে ঝালকাঠির নলছিটিতে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বিজয় র্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করেছেন।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল দশটায় ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেনের নেতৃত্বে একটি র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নলছিটি পৌর ভবনের সামনে এসে শেষ হয়।
এরপর অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিম গাজী, সাংগঠনিক সম্পাদক মাসুম শরীফ, পৌর বিএনপির সভাপতি মো. মজিবুর রহমান, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।
এসময় জেলা বিএনপির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব কবির হোসেন জোমাদ্দার, কুলকাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জুলফিকার আলি বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত কামনা এবং আহতদের দ্রুত আরোগ্যের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন।
একুশে সংবাদ/ঝা.প্র/এ.জে