AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেরপুরে নিখোঁজ অটোরিকশা চালক কিশোরের মরদেহ উদ্ধার



শেরপুরে নিখোঁজ অটোরিকশা চালক কিশোরের মরদেহ উদ্ধার

শেরপুর সদর উপজেলার গাজিরখামার ইউনিয়নের খরখরিয়া ব্রিজ সংলগ্ন একটি রাস্তার পাশ থেকে গলায় রশি প্যাঁচানো অবস্থায় হোসেন আলী (১৫) নামে এক কিশোর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ আগস্ট) বিকেল ৩টার দিকে স্থানীয় লোকজন মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

নিহত হোসেন আলী ওই ইউনিয়নের চককুমরী গ্রামের আইসক্রিম বিক্রেতা সিরাজ আলী ওরফে বুচার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের বরাতে জানা গেছে, রবিবার আসরের নামাজের পর হোসেন আলী ভাড়ার উদ্দেশ্যে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। সোমবার বিকেলে খরখরিয়া ব্রিজের পাশে রাস্তার পানিতে অর্ধ-ডুবন্ত একটি টি-শার্ট দেখতে পেয়ে মনিরাজ নামে এক তরুণ চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসে। পরে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় হোসেন আলীর মরদেহ দেখতে পাওয়া যায়।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম। তিনি জানান, প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। তিনি জানান, হত্যাকারীদের চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থল থেকে তিনজোড়া জুতা উদ্ধার করা হয়েছে, যা সন্দেহভাজন হত্যাকারীদের বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, নিহত হোসেন আলীর ছিনতাইকৃত অটোরিকশাটি শ্রীবরদী উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের চিথলিয়া বাজার এলাকায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।

নিহতের স্বজন ও এলাকাবাসীর দাবি, হোসেন আলীকে পরিকল্পিতভাবে হত্যা করে তার অটোরিকশাটি ছিনতাই করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

 

একুশে সংবাদ/শে.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!