AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৯ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোল্লাহাটে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত



মোল্লাহাটে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বাগেরহাটের মোল্লাহাটে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের পারফরম্যান্স বেইজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (PBGS-I) স্কিমের আওতায় এসইডিপি প্রকল্পের অধীনে ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার (৪ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক প্রফেসর ড. আনিস-আর-রেজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা অঞ্চলের আঞ্চলিক উপপরিচালক মোঃ কামরুজ্জামান এবং বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিসংখ্যানবিদ ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ ওয়াহিদুর রহমান ও বাগেরহাট জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন: খলিলুর রহমান ডিগ্রি কলেজের ১০ জন, লুৎফর রহমান বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজের ১ জন, সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৫ জন, শহীদ হেমায়েত উদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১ জন, ডা. মনসুর আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের ১ জন, কাহালপুর আলিম মাদ্রাসার ৩ জন, নতুন ঘোষবাটি আলিম মাদ্রাসার ৩ জন, কচুরিয়া বাজার হাজী সাবের মোল্লা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ২ জন, দারিয়ালা কাচনা কুশলা মাধ্যমিক বিদ্যালয়ের ৪ জন এবং গাংনী মাধ্যমিক বিদ্যালয়ের ১ জন।

 

একুশে সংবাদ/বা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!