AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জগন্নাথপুরে বিশেষ অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ৫


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,সুনামগঞ্জ
০৫:৫৩ পিএম, ৩ আগস্ট, ২০২৫

জগন্নাথপুরে বিশেষ অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ৫

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত এবং নিয়মিত মামলার পলাতক পাঁচ আসামিকে গ্রেফতার করেছে জগন্নাথপুর থানা-পুলিশ। শনিবার (২ আগস্ট) রাতভর এ অভিযান চালানো হয়। পরদিন রোববার (৩ আগস্ট) ধৃত আসামিদের সুনামগঞ্জের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

জগন্নাথপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ পরিদর্শক (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞার দিকনির্দেশনায় থানার উপ-পরিদর্শক মো. আল-আমিন, অপূর্ব কুমার সাহা, দীপংকর হালদার, নুর উদ্দিন আহমদ, হাদী আব্দুল্লাহ, রিফাত সিকদার এবং এএসআই আলী আকবর ও কামাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়।

এ সময় মিরপুর ইউনিয়নের মিরপুর গ্রাম থেকে সিআর নং-১১১/১৮ মামলার পরোয়ানাভুক্ত আসামি রাকু দেব, রানীগঞ্জ ইউনিয়নের সুবিদপুর গ্রাম থেকে সিআর নং-২৭৭/২৪ মামলার আসামি আশিকুর রহমান (৩২), আশারকান্দি ইউনিয়নের জামালপুর (রৌডর) গ্রাম থেকে নিয়মিত মামলার আসামি আনু মিয়া (২৫), জগন্নাথপুর পৌর শহরের ইসহাকপুর গ্রাম থেকে পেনাল কোড-১৯৬০ মামলার আসামি শফিক মিয়া (৪৩) এবং একই গ্রামের আরেক আসামি দিলু মিয়া (৪০) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জগন্নাথপুর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঞা।

 

একুশে সংবাদ/সু.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!