ময়মনসিংহের তারাকান্দা ও ফুলপুরের গণমানুষের নেতা, ফুলপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মরহুম আব্দুল মতিন মতি’র ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩ আগস্ট) দুপুরে বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন: ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আব্দুল হেকিম মণ্ডল, তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার, যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, কাজি আব্দুল বাতেন, শামীম তালুকদার, শহিদুল ইসলাম মণ্ডল, সদস্য অবসরপ্রাপ্ত সার্জেন্ট রফিকুল ইসলাম রফিক, আবুল বাশার বাদশা, শমশের আলী, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, আজাহারুল ইসলাম মণ্ডল, রুবেল আকন্দ, শরীফুল ইসলাম শরিফ, স্বেচ্ছাসেবক দলের সদস্য নজরুল ইসলাম আজাদ, তারাকান্দা উপজেলা নবীন দলের আহ্বায়ক রবিন সাজ্জাদ, শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক ইসলাম উদ্দিন মেম্বার।
দোয়া পরিচালনা করেন তারাকান্দা উপজেলা ওলামা দলের (সাবেক) আহ্বায়ক আতিকুল ইসলাম।
একুশে সংবাদ/ম.প্র/এ.জে