চট্টগ্রামের আনোয়ারা থানা পুলিশের পৃথক অভিযানে আওয়ামী লীগের তিন নেতাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১ আগস্ট) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—বারশত ইউনিয়নের গুন্ধীপ পাড়ার ইউসুফ মোহাম্মদ চৌধুরীর ছেলে আলমগীর চৌধুরী (৪০), রায়পুর ইউনিয়নের দক্ষিণ পড়ুয়া পাড়ার ছৈয়দ চৌধুরীর ছেলে ওসমান গণি চৌধুরী (৫২), বরুমছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত ইব্রাহিমের ছেলে নুরুল আমিন (৪৫) এবং একই গ্রামের সিরাজের ছেলে মোঃ মুছা (৪২)।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, “বিএনপির মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলায় রাতে বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।”
একুশে সংবাদ/চ.প্র/এ.জে