বিশুদ্ধ ও নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে পটুয়াখালীর বাউফল পৌর শহরের পল্লী বিদ্যুতের পূর্ব পার্শ্বে বাউফল পৌর সভার ২য় পানির পাম্প চালু করা হয়েছে।
সোমবার দুপুর একটার দিকে এ পাম্পটির সাবমারসিবল পাম্পের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার ও বাউফল পৌর প্রসাশক মো. আমিনুল ইসলাম।
বাউফল পৌর শহরটি ৬.৭৫ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে অবস্থিত। পৌর সহরের ১নম্বর পাম্পটি ৬শ ৯৬ জন গ্রাহক দিয়ে চলছে। ২য় পাম্পটি দিয়ে ৭শ জন গ্রাহককে নিরাপদ ও বিশুদ্ধ পানি সুবিধা দেওয়া যাবে।
বর্তমানে ৩ হাজার ১শ হোল্ডিং নিয়ে পৌর শহরের জনগণের বসবাস রয়েছে। এ পাম্পটির মাধ্যমে গ্রাহক সুবিধায় অনেক উপকৃত হবে।
অন্যদিকে পৌর শহরের বাসস্টান্ডে মধ্য প্রাচ্যের দেশ কুয়েতের অর্থায়নে প্রায় ১৪ লক্ষ টাকা ব্যায়ে যাত্রী ছাউনির ভিত্তি প্রস্তর কাজের শুভ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার একই সময় পৌর শহরের ১নম্বর ওয়ার্ডের কাগুজিরপুল বাসস্ট্যান্ড এলাকায় এর আনুষ্ঠানিক কাজ শুরু করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আমিনুল ইসলাম।
আভ্যন্তরীণ ও দূরপাল্লার অপেক্ষমাণ যাত্রীদের ভোগান্তিরোধে যাত্রী ছাউনির ভিত্তিপ্রস্থর অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আমিনুল ইসলাম।
এ সময়ে উপস্থিত ছিলেন, বাউফল প্রেসক্লাবের সভাপতি জলিলুর রহমান, পৌর প্রকৌশলী আতিকুল ইসলাম , পৌর সচিব মাইনুল ইসলাম, বিএনপি`র জিয়া মাঞ্চের আহবায়ক মো. ফিরোজ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
উল্লেখ্য , মাহতাব এন্টার প্রাইজ নামের ঠিকাদারী প্রতিষ্ঠানটি প্রকল্পের পূর্ণাঙ্গন কাজ আগামী ডিসেম্বরের মধ্য বাউফল পৌরসভার কাছে হস্তান্তর করবে বলে নিশ্চিত করেছে পৌর কর্তৃপক্ষ।
একুশে সংবাদ/প.প্র/এ.জে