জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “জুলাই সনদে মৌলিক কাঠামোগত সংস্কারের সুস্পষ্ট রূপরেখা থাকা আবশ্যক।”সোমবার (২৮ জুলাই) সকাল ১০টার দিকে জামালপুর জেলা পরিষদের ডাক বাংলোয় শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।
নাহিদ ইসলাম জানান, “বিএনপিসহ একাধিক দলের প্রস্তাবে উচ্চকক্ষের বিষয়টি ছিল। তবে আমরা বলেছি, উচ্চকক্ষের গঠন যেন ভোটের অনুপাত অনুযায়ী প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) ভিত্তিতে হয়, আসন সংখ্যার ভিত্তিতে নয়।”
তিনি আরও বলেন, “উচ্চকক্ষ প্রতিষ্ঠা বিষয়ে এখনো ঐক্যমত হয়নি। এটি একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব, যেটি ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহিতার জন্য অপরিহার্য। এই বিষয়ে ঐক্যমত ছাড়া জুলাই সনদে স্বাক্ষর নিয়ে আমরা সন্দিহান। আমাদের অবস্থান পরিষ্কার—ঐক্যমতের ভিত্তিতেই আমরা সনদে যাব। তবে আমরা চাই ৫ আগস্টের মধ্যেই একটি পূর্ণাঙ্গ জুলাই সনদ চূড়ান্ত হোক, যাতে সব দল ঐকমত্যে পৌঁছায়।”
নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড তৈরির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “বর্তমানে পুলিশ ও প্রশাসনের বিভিন্ন স্তরে পক্ষপাতমূলক আচরণ দেখা যাচ্ছে। তাই নির্বাচন ঘিরে প্রস্তুতির আগে অবশ্যই একটি সমতাভিত্তিক পরিবেশ নিশ্চিত করতে হবে।”
সাক্ষাৎকালে এনসিপির যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, সদস্য মশিউর রহমান শুভ, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান বকুলসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। তারা শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের দাবি-দাওয়া শোনেন।
এদিন গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, বিচার ও কাঠামোগত সংস্কারের দাবিতে জামালপুরে এনসিপির আয়োজনে পদযাত্রা ও পথসভার কর্মসূচি গ্রহণ করা হয়।
পদযাত্রাটি তমালতলা, বকুলতলা চত্বর হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারী মোড়ে গিয়ে শেষ হয়। পরে ফৌজদারী মোড়েই পথসভা অনুষ্ঠিত হয়, যেখানে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে