ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ’ অনুষ্ঠান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এই কর্মসূচি আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠানটি দুটি পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে আয়োজিত ‘লাখো কণ্ঠে শপথ পাঠ’ অনুষ্ঠানে সংযুক্ত থাকেন অংশগ্রহণকারীরা। পরবর্তী পর্বে নারী ও শিশুর সুরক্ষাসহ সমাজ গঠনে প্রয়োজনীয় বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা পারভেজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ বিউটি আক্তার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, সরাইল মহিলা কলেজের প্রভাষক মো. মাহবুব খান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শরীফ উদ্দিন, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফছির, মাওলানা মেরাজুল হক, শাহ তারিনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা।
একুশে সংবাদ/ব্রা.প্র/এ.জে