‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ’ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে আলোচনা সভা, উপকারভোগীদের মধ্যে কার্ড বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকালে সিরাজগঞ্জ কালেক্টরেটের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে ভার্চুয়ালি শপথ পাঠের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, শহিদ পরিবারের সদস্য, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীরা অংশগ্রহণ করেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস. মুর্শীদের নেতৃত্বে আট দফা শপথ পাঠের পর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
পরে ২০২৫-২৬ অর্থবছরের "ভালনারেবল উইমেন বেনিফিট" (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় ছয়জন উপকারভোগী নারীর হাতে কার্ড হস্তান্তর করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মনিরুল ইসলাম।
শেষে সিরাজগঞ্জ অফিসার্স ক্লাবে স্থানীয় বাউল শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
একুশে সংবাদ/সি.প্র/এ.জে