AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উলিপুরে কিন্ডারগার্টেন সোসাইটির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান



উলিপুরে কিন্ডারগার্টেন সোসাইটির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

কুড়িগ্রামের উলিপুরে পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি, উলিপুর শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ২১টি কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়ের প্রায় ৩০০ শিক্ষক অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির উপজেলা শাখার সভাপতি ও হাই এম্বিশন কিন্ডারগার্টেনের পরিচালক সাইদুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, “জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই”—এই স্লোগানকে ধারণ করে আমরা বলতে চাই, একটি আধুনিক রাষ্ট্রের মূলভিত্তি হলো শিক্ষা। সেখানে সবার জন্য সমান সুযোগ থাকা উচিত। শিক্ষা হবে অধিকার, শিক্ষা হবে সর্বজনীন।”

তারা আরও বলেন, “প্রাথমিক স্তরের শিক্ষাই একটি শিশুর ভবিষ্যতের ভিত্তি। সেখানে সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি বৃত্তির সুযোগ পায়, অথচ বেসরকারি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা সেই সুযোগ থেকে বঞ্চিত হয়—তবে সেটি চরম বৈষম্য। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।”

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির সাধারণ সম্পাদক ও ক্লাসিক রেসিডেন্সিয়াল কিন্ডারগার্টেনের পরিচালক মোনাখখার হোসেন মোন্নাফ, এনএস আমিন কিন্ডারগার্টেনের সহকারী প্রধান শিক্ষক গণেশ সাহা, ছোয়াত কিন্ডারগার্টেনের পরিচালক রেজাউল ইসলাম, শিশু কানন স্কুলের পরিচালক ষষ্ঠী কুমার সাহা, সহকারী শিক্ষক আনছার আলী প্রমুখ।

 

একুশে সংবাদ/কু.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!