বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল বলেছেন, “বিএনপি যদি সরকারে আসে, তাহলে দেশের প্রতিটি কৃষকের জন্য কৃষি কার্ড প্রবর্তন করা হবে।”
বুধবার (২৩ জুলাই) বিকেলে ফরিদপুরের সদরপুর উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব শ্যামপুর গ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত জনসচেতনতামূলক এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, “আমি নিজেও গ্রামের মানুষ, কৃষিজীবী মানুষের দুঃখ-কষ্ট আমি জানি। বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি পরিবারে নারীদের জন্য `মহিলা কার্ড` এবং `ফ্যামিলি কার্ড` চালু করা হবে। কৃষক, শ্রমিক এবং প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠায় আমি সংগ্রাম চালিয়ে যাবো।”
বিশিষ্ট সমাজসেবক এ.বি.এম. গোলাম রব্বানীর সভাপতিত্বে এবং সদরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠিত এ উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন—সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান বদু, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, যুগ্ম আহ্বায়ক কে. এম. আবু সাঈদ, ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, মুন্সি জহুরুল হক, সোহেল মোল্যা, জাওয়াদ মোল্যা, রাজু আহমেদ, আসাদ মৃধা, তুষার মাহমুদ, রুমন মাতুব্বর, মিজানুর রহমান সিনহা প্রমুখ।
একুশে সংবাদ/ফ.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

