জুলাই বিপ্লব ও গণঅভ্যুত্থানের প্রথম শহীদ, চট্টগ্রাম বিভাগের ছাত্রদল নেতা ওয়াসিম আকরামসহ সব শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) বিকেলে চন্দনাইশ পৌরসভার খলিফার পাড়া দীঘির পাড় মাদ্রাসা হলরুমে এই মাহফিলের আয়োজন করে চন্দনাইশ পৌরসভা ছাত্রদল। দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন এবং সঞ্চালনা করেন পৌরসভা ছাত্রদলের সদস্য জাবেদ রহিম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌরসভা ছাত্রদলের নেতা সেলিম উদ্দিন, গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নয়ন, সাবেক যুগ্ম সম্পাদক আল-আমিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন,“চট্টগ্রামে জুলাই বিপ্লবের প্রথম শহীদ ওয়াসিম আকরামসহ সব শহীদের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্রের সংগ্রাম আমাদের শক্তির উৎস। তাঁদের আত্মত্যাগকে স্মরণ রেখে আমাদের শোককে শক্তিতে রূপান্তর করতে হবে।”
সাবেক আহ্বায়ক ফরহাদ হোসেন বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে আমরা এক অভিন্ন তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে চন্দনাইশ পৌরসভা ছাত্রদলকে আরও সুসংগঠিত করব।”
অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
একুশে সংবাদ/চ.প্র/এ.জে