নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘জুলাই বিপ্লব-২৪’-এর বীর শহীদ ফারহান ফাইয়াজের প্রথম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বরপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন নামকরণ—"শহীদ ফারহান ফাইয়াজ বরপা সরকারি প্রাথমিক বিদ্যালয়"—ফলক উন্মোচন এবং দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) দুপুরে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরপা এলাকায় বিদ্যালয়টির নতুন নামফলক উন্মোচন করা হয়। পূর্বে এটি "বরপা সরকারি প্রাথমিক বিদ্যালয়" নামে পরিচিত ছিল।
নামফলক উন্মোচন শেষে তারাবো পৌরসভার অডিটোরিয়ামে এক দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা।সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
এছাড়াও উপস্থিত ছিলেন: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর মোহাম্মদ শামসুজ্জামান, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, শহীদ ফারহান ফাইয়াজের পিতা শহিদুল ইসলাম ভূঁইয়া,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির,স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে,শিক্ষা সচিব আবু তাহের মো. মাসুদ রানা বলেন,ফারহান ফাইয়াজ আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের সাহসী সৈনিক। তাঁর আত্মত্যাগ দেশ ও জাতির জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। তাঁর নামে বিদ্যালয়ের নামকরণ শুধু সম্মান নয়, একটি প্রজন্মকে সঠিক ইতিহাস জানানোর মাধ্যম। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন,ফারহান ফাইয়াজের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এই বিদ্যালয়ের নতুন নামকরণ আমাদের সামাজিক ও প্রশাসনিক দায়বদ্ধতার প্রকাশ। আমরা চাই, এই শহীদের স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখাক।”
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর মোহাম্মদ শামসুজ্জামান বলেন,ফারহান একজন মেধাবী শিক্ষার্থী ছিল, কিন্তু তার ভেতরে ছিল অগাধ দেশপ্রেম। তার আত্মত্যাগ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেশপ্রেম চর্চার অনুপ্রেরণা হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন,“আমরা অত্যন্ত গর্বিত যে এই উপজেলার সন্তান ফারহান গণআন্দোলনের শহীদ। তার স্মৃতিকে ধরে রাখতে আমরা সবসময় পাশে থাকব।”
বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির বলেন,“স্বাধীনতা সংগ্রামে যেমন তরুণেরা এগিয়ে এসেছিল, তেমনি গণতন্ত্রের জন্য শহীদ হয়েছে ফারহান। তার আদর্শে নতুন প্রজন্ম গড়ে উঠুক, এটাই আমাদের প্রত্যাশা।”
শহীদের পিতা শহিদুল ইসলাম ভূঁইয়া বলেন,“আমার সন্তান হারিয়ে আমি শোকাহত, কিন্তু আজকের এই সম্মান আমাকে গর্বিত করেছে। আমি চাই, ফারহানের মতো অন্য সন্তানরা দেশকে ভালোবাসুক, সত্য ও ন্যায়ের পথে থাকুক।”
অনুষ্ঠানে শেষে শহীদ ফারহানের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
একুশে সংবাদ/না.প্র/এ.জে