AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ-সমাবেশ


Ekushey Sangbad
আব্দুল ওয়াহাব, চাঁপাইনবাবগঞ্জ
০৮:১০ পিএম, ১৭ জুলাই, ২০২৫

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ-সমাবেশ

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে আওয়ামী লীগ সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।

বৃহস্পতিবার বিকেলে বড় ইন্দারা মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিমোড় চত্বরে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

জেলা জামায়াতের সেক্রেটারি আবু বক্করের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামি কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. নজরুল ইসলাম।
সমাবেশে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের আমির মাওলানা আবুজার গিফারী, জেলা সহ-সেক্রেটারি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান।

বক্তারা বলেন, “গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে সন্ত্রাসী হামলা প্রমাণ করে, আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। তারা বহুমুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গণতন্ত্রকে রুদ্ধ করছে। এনসিপির সমাবেশে হামলা ও অগ্নিসংযোগ বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ।”

তারা আরও বলেন, “ফ্যাসিবাদের প্রেতাত্মারা গোপালগঞ্জ থেকে আবারও মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে। এ হামলার ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে, না হলে জুলাই অভ্যুত্থানের বিপ্লবীরা আবার রাজপথে নামবে এবং মুজিববাদের কবর রচনা করবে।”

বক্তারা দাবি করেন, “জুলাই আন্দোলনের সাহসী সৈনিকদের ওপর হামলা চালিয়ে ফ্যাসিস্ট সরকার জনগণের স্বাধীনতা হরণ করছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যদি এ ঘটনার বিচার না হয়, জামায়াতে ইসলামী জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।”

 

একুশে সংবাদ/চাঁ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!