AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মৌলভীবাজারে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ



মৌলভীবাজারে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

দেশজুড়ে আইন-শৃঙ্খলার অবনতি, সরকারদলীয় অপপ্রচার ও রাজনৈতিক সন্ত্রাসের প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, মৌলভীবাজার জেলা শাখা।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে শহরের শাহ মোস্তফা সড়কের ঈদগাহ প্রাঙ্গণ থেকে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এসআর প্লাজার সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে যুবদলের নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা শহর। পরে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ।

কর্মসূচিতে নেতৃত্ব দেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও জেলা সভাপতি জাকির হোসেন উজ্জ্বল এবং সাধারণ সম্পাদক এম.এ. মোহিত।

প্রতিবাদ সমাবেশে জেলা সভাপতি জাকির হোসেন উজ্জ্বল বলেন, “সারাদেশে গুপ্ত বাহিনী ও দলীয় সন্ত্রাসীদের দিয়ে যে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে, তা একটি গভীর ষড়যন্ত্রের অংশ। অথচ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরব দর্শকের ভূমিকায়। এটি রাষ্ট্রের চরম ব্যর্থতার প্রতিচ্ছবি।”

তিনি আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ছবি মাড়িয়ে জাতির আত্মমর্যাদায় আঘাত হানা হয়েছে। তাঁর উত্তরসূরি তারেক রহমানের বিরুদ্ধে চলমান অপপ্রচার পরিকল্পিত চরিত্রহননের অপচেষ্টা। যারা এসব করছে, তাদের প্রতিরোধে যুবদল রাজপথে সদা প্রস্তুত।”

জেলা সাধারণ সম্পাদক এম.এ. মোহিত বলেন, “যারা শহীদ জিয়াউর রহমান ও তারেক রহমানকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে, তারা জাতির চিরায়ত মূল্যবোধে আঘাত করছে। যুবদল তাদের রাজপথেই জবাব দেবে।”

তিনি আরও বলেন, “যুবদল এখন দেশের প্রতিটি উপজেলায়, ইউনিয়নে ও ওয়ার্ডে সংগঠিত। আমরা অরাজকতা ও অপপ্রচারের বিরুদ্ধে মাঠে থাকার জন্য প্রস্তুত।”

সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “মব সৃষ্টির নামে রাজনৈতিক নেতাদের চরিত্র হননের অপচেষ্টা আর সহ্য করা হবে না। রাজপথেই এবার তার জবাব দেওয়া হবে।”

বিক্ষোভ মিছিলে জেলা যুবদলের বিভিন্ন উপজেলা ও পৌর ইউনিটের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন। শহরের তরুণদের সরব অংশগ্রহণে কর্মসূচিটি ছিল যুবদলের শক্তি ও ঐক্যের একটি স্পষ্ট বহিঃপ্রকাশ।

 

একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!