গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর ছাত্রলীগের হামলা, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বাদ যোহর মৌলভীবাজার শহরের চৌমুহনা দেওয়ানী মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি এম সাইফুর রহমান রোড অতিক্রম করে কুসুমবাগ পয়েন্টে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।
জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়ামীর আলীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা আমীর ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ তালুকদার, মৌলভীবাজার পৌর আমীর হাফেজ তাজুল ইসলাম, সদর উপজেলা আমীর মো. ফখরুল ইসলাম, ছাত্রশিবির জেলা সভাপতি নিজাম উদ্দিন ও শহর সভাপতি তারেক আজিজ, পৌর জামায়াত সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরী মোর্শেদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, গোপালগঞ্জে শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণকারী এনসিপি নেতাদের ওপর ছাত্রলীগের বর্বর হামলা তাদের ফ্যাসিবাদী মানসিকতার নগ্ন বহিঃপ্রকাশ। এই হামলা ছিল সম্পূর্ণ পূর্বপরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত।
বক্তারা আরও বলেন, নিরস্ত্র জুলাই যোদ্ধাদের ওপর সশস্ত্র হামলার মাধ্যমে সরকার বিরোধী মত প্রকাশের অধিকারকে দমন করা হচ্ছে। এ ঘটনায় দায়ীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান তাঁরা।
একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে