সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও উজ্জ্বল রায় এবং উপজেলা প্রশাসনের সার্বিক অর্থায়ন ও তত্ত্বাবধানে, বৃক্ষরোপণ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে, পরিবেশ রক্ষা ও বজ্রপাতের হাত থেকে অকালে মানুষের জীবন রক্ষার উদ্দেশ্যে একর্মসূচির উদ্যোগ নেয়া হয়েছে।
বজ্রপাতে মৃত্যুর সংখ্যা দিনদিন বেড়েই চলেছে, এমতাবস্থায় প্রাকৃতিক বনজ সম্পদ বৃদ্ধির লক্ষ্যে, মধ্যনগর উপজেলা ছাত্র দলের আহ্বায়ক ও বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিনুর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর ১টার সময় মধ্যনগর আয়াতুল্লাহ ব্রীজ সংলগ্ন সড়কে গলইখালী পর্যন্ত গাছ লাগানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। বজ্রপাত নিয়ন্ত্রণের লক্ষ্যে ৫ শত তাল গাছ লাগিয়েছিলেন এই উদোক্তা ছাত্র দল আহ্বায়ক মিজানুর রহমান মিনু।
এ সময় উপস্থিত ছিলেন, মধ্যনগর উপজেলার প্রকল্প বাস্তবায়ন অফিসার মিজানুর রহমান, বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বাজার বনিক সমিতির সভাপতি আবুল বাশার, উপজেলা উপ প্রশাসনিক কর্মকর্তা মো. নান্নু মিয়া, কাম কম্পিউটার সামছুদুহা, প্রেস ক্লাবের সভাপতি এম এ মান্নান, যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজিবুল হক, ছাত্র দলের সদস্য সচিব মো. মোছাব্বির তালুকদার সাগর প্রমুখ।
একুশে সংবাদ/সু.প্র/এ.জে