ময়মনসিংহের তারাকান্দা উপজেলা জাতীয়তাবাদী মহিলাদল শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার মধুবন কমিউনিটি সেন্টারে এ সমাবেশ আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, তারাকান্দা উপজেলার সাবেক চেয়ারম্যান ও ফুলপুর-তারাকান্দার সম্ভাব্য বিএনপি প্রার্থী মোতাহার হোসেন তালুকদার।
ময়মনসিংহ উত্তর জেলা মহিলাদলের সিনিয়র সহ-সভাপতি রেহেনা পারভিন ববির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহিলা দলের সহ-সভাপতি নিলুফা ইয়াসমিন মনি তালুকদার, সাংগঠনিক সম্পাদক মোছা. রোকেয়া খাতুন, উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার সোবাহান, যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, কাজী আব্দুল বাতেন, রাকিব তালুকদার, আসাদ উল্লাহ আসাদ, অবসরপ্রাপ্ত সার্জেন্ট রফিকুল ইসলাম তালুকদার ও আবুল বাশার বাদশা।
এছাড়াও বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন রকি, ইউপি সদস্য ফারজানা ইয়াসমিন এবং উপজেলা মহিলা দলের নেত্রী হোসনে আরা আকন্দ, রীপা আক্তার, বিথি আক্তার প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হোসনে আরা নিলু।
একুশে সংবাদ/ম.প্র/এ.জে