বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট রাজনীতিবিদ ও যমুনা গ্রুপ এবং দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বাদ আসর পূর্বাচল উপশহরের ৩ নম্বর সেক্টরে অবস্থিত একটি সাংবাদিক কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পূর্বাচল সোনার মদিনা মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে মরহুমের রূহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাফেজ মাসুদ আযহার, রিফাত আহম্মেদ, ৭১ টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি রিয়াজ হোসেন, কালের কণ্ঠের সাংবাদিক রাসেল আহমেদ, দৈনিক সংগ্রামের নাজমুল হুদা, দৈনিক বাংলাদেশের খবরের এন বি আকাশ এবং দৈনিক আলোকিত সকালের সোহেল কবির।
অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতা করেন দৈনিক যুগান্তরের রূপগঞ্জ প্রতিনিধি রাসেল মাহমুদ। তিনি বলেন, “নুরুল ইসলাম শুধু একজন সফল রাজনীতিবিদ বা শিল্পোদ্যোক্তা ছিলেন না, তিনি ছিলেন একজন সাহসী মুক্তিযোদ্ধা ও মানবিক মূল্যবোধে বিশ্বাসী মানুষ। তার আদর্শ ও সংগ্রামী চেতনা আমাদের আজও অনুপ্রাণিত করে।”
উল্লেখ্য, নুরুল ইসলাম ১৯৪৬ সালের ৩ মে জন্মগ্রহণ করেন এবং ২০২০ সালের ৩ জুলাই মৃত্যুবরণ করেন। তার রাজনৈতিক ও সামাজিক অবদান আজও মানুষের হৃদয়ে জীবন্ত হয়ে আছে।
অনুষ্ঠান শেষে উপস্থিতদের মাঝে তবরুক বিতরণ করা হয়।
একুশে সংবাদ/না.প্র/এ.জে