বাংলাদেশের গণতন্ত্রকে নস্যাৎ করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি কঠোর অবস্থান গ্রহণ করেছে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম এ মতীন বলেছেন, "জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের সঙ্গে বেঈমানি করে, মানুষের আশা-আকাঙ্খা ভুলন্ঠিত করে একটি মহল ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা বাংলাদেশের গণতন্ত্রকে নিশ্চিহ্ন করতে বিএনপির বিরুদ্ধে অব্যাহতভাবে ষড়যন্ত্র করছে। কারণ তারা জানে, জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করলে দেশে গণতন্ত্র থাকবে না।"
এমন বক্তব্য তিনি দিয়েছেন নওগাঁর মান্দায় বিএনপির আয়োজিত বিক্ষোভ সমাবেশে। বুধবার দুপুরে মান্দা উপজেলা সদরের চারমাথা গোলচত্বর এলাকায় অনুষ্ঠিত ওই সমাবেশে তিনি আরও বলেন,
"পুরান ঢাকায় ব্যবসায়িক বিরোধে একজন ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা অবশ্যই প্রতিবাদ জানাবো এবং অপরাধীদের গ্রেপ্তার দাবি করব। কিন্তু সেই হত্যাকাণ্ডের ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে কিছু ছাত্র নামধারী ব্যক্তি অশালীন স্লোগান দেয়। আমরা জানি এটা কার ইন্ধনে এবং কারা করেছে, তার হিসাব নেওয়া হবে। এই মিথ্যাচার দিয়ে জাতীয়তাবাদী চেতনাকে নিশ্চিহ্ন করা সম্ভব নয়।"
তিনি আরও বলেন,"শহীদ জিয়ার আদর্শ ধ্বংসের জন্য গত ১৭ বছর নানা ষড়যন্ত্র হয়েছে, তবে সফল হয়নি। শত প্রতিকূলতা ও নিপীড়নের মধ্যেও বিএনপির নেতাকর্মীরা সাহসের সঙ্গে রাজপথে থেকে লড়াই চালিয়ে যাচ্ছে। আমাদের রক্তচক্ষু দেখাবেন না।"
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকরামুল বারী টিপু বলেন,"প্রশাসনের উদাসীনতার কারণে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হচ্ছে। পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। তারা আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি করছে, তবে আমরা ধৈর্য ধরে লড়াই চালিয়ে যাচ্ছি। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চললে জনগণকে সাথে নিয়ে তার মোকাবিলা করা হবে।"
দুপুরে উপজেলা পরিষদ চত্বর গেট এলাকা থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে চার মাথার মোড় গোলচত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে মান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরীর সভাপতিত্বে এবং সাবেক সভাপতি মোকলেছুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক, কৃষকদলের আহ্বায়ক এমদাদুল হক সুলতান ও ছাত্রদলের আহ্বায়ক শহিদুজ্জামান প্রমুখ। এছাড়া বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে