AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জিয়াউর রহমানের ছবি অবমাননা ও তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন



জিয়াউর রহমানের ছবি অবমাননা ও তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ অপপ্রচারের প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় জেলা শহরের পৌরমার্কেটস্থ বিএনপি কার্যালয়ের সামনে জিয়া পরিষদের নীলফামারী জেলা শাখার আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জেলা জিয়া পরিষদের আহ্বায়ক আবু সাদেক চৌধুরী লুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন: জেলা বিএনপির সভাপতি আ. খ. ম. আলমগীর সরকার,সাধারণ সম্পাদক জহুরুল আলম, জেলা জজ আদালতের জিপি আবু মোহাম্মদ সোয়েম , জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেফাউল জাহাঙ্গীর শেফু, সহ-সাংগঠনিক সম্পাদক রেদওয়ান বাবু, জেলা জাসাসের আহ্বায়ক আসলাম হায়াত মিল্টন, সদস্য সচিব আবু হাসনাত রাসেল, সদর উপজেলা জাসাস সভাপতি আওরঙ্গজেব সুজন, ডোমার উপজেলা জিয়া পরিষদের আহ্বায়ক তমিজ উদ্দিন সরকার, ডিমলা উপজেলা জিয়া পরিষদের আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল কাদের প্রমুখ।

বক্তারা বলেন, “শহীদ জিয়াউর রহমান ও তারেক রহমানের বিরুদ্ধে যেসব ঘৃণ্য ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চলছে, তা গণতন্ত্রবিরোধী। এসব ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

মানববন্ধনে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ শতাধিক নেতাকর্মী অংশ নেন।

 

একুশে সংবাদ/নী.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!