মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলা জিয়া মঞ্চের ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে টঙ্গীবাড়ী উপজেলা জিয়া মঞ্চের এক কর্মীসভায় এ কমিটি ঘোষণা করা হয়। সভায় তোফাজ্জল হোসেন টিটুকে আহ্বায়ক, মোশারফ হোসেনকে সদস্য সচিব এবং শাহিন মিয়াকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটি অনুমোদন করেন জেলা জিয়া মঞ্চের সভাপতি এরশাদ হোসেন আসাদ ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবু যৌথ স্বাক্ষরে।
কর্মীসভায় আরও উপস্থিত ছিলেন— জাতীয়তাবাদী সমবায়দল মুন্সীগঞ্জ জেলা সাধারণ সম্পাদক রিমন হোসেন, জেলা জিয়া মঞ্চের সহ-সভাপতি আরিফুল ইসলাম বুলেট, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শওকত হোসেন সবুজ, লৌহজং উপজেলা জিয়া মঞ্চের সহ-সভাপতি চঞ্চল দপ্তরী,
যুগ্ম সাধারণ সম্পাদক করিম ও ইলিয়াছ, শ্রীনগর উপজেলা জিয়া মঞ্চের সহ-সভাপতি লিটন ও সুরুজ মিয়া, সহ-সাধারণ সম্পাদক জামাল, অঞ্জন ও আরাফাত প্রমুখ।
নতুন আহ্বায়ক কমিটি উপজেলা পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
একুশে সংবাদ/মু.প্র/এ.জে