AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কমলগঞ্জে ১ লাখ ১০ হাজার বিদেশী সিগারেটসহ দুইজন গ্রেফতার



কমলগঞ্জে ১ লাখ ১০ হাজার বিদেশী সিগারেটসহ দুইজন গ্রেফতার

মৌলভীবাজারের কমলগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ লাখ ১০ হাজার বিদেশী সিগারেটসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৯ জুলাই) রাতে ভানুগাছ বাজারের ‘১০ নম্বর পয়েন্ট ভাই ভাই ষ্টোর’ থেকে এই বিপুল পরিমাণ সিগারেট জব্দ করা হয়।

পুলিশের কমলগঞ্জ থানার এসআই রনি তালুকদারের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় কমলগঞ্জ সদর ইউনিয়নের রাসটিলা গ্রামের মাহফুজ মিয়ার ছেলে মোঃ সোহাগ মিয়া (৩২) ও আব্দুল হান্নানের ছেলে মোঃ রাহী (১৯)কে আটক করা হয়। জব্দকৃত সিগারেটের বাজার মূল্য প্রায় ১১ লক্ষ টাকা বলে পুলিশ জানায়।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির জানান,"আটককৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী দেশ ভারত থেকে চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে সিগারেট আমদানি ও বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।"

আটক দুইজনকে বৃহস্পতিবার মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

 


একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!