নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার মোগড়াকুল এলাকায় ভাড়াটিয়া এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাড়ির মালিক সাইফুল ইসলাম (৩১) বিরুদ্ধে। তিনি ওই এলাকার বাসিন্দা পরশ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী স্থানীয় নুরুল হেরা মহিলা মাদরাসার শিক্ষার্থী। সে তার বাবা-মায়ের সঙ্গে মোগড়াকুল এলাকার সাইফুল ইসলামের ভাড়া বাড়ির তিনতলা ভবনের দ্বিতীয় তলায় ভাড়া থাকে। তার বাবা-মা স্থানীয় একটি স্পিনিং মিলে শ্রমিক হিসেবে কর্মরত।
বৃহস্পতিবার (১০ জুলাই) ভোরে বাবা-মা কর্মস্থলে চলে যাওয়ার পর মেয়েটি বাড়ির প্রধান ফটকে ছিটকিনি লাগিয়ে ভেতরে যাচ্ছিল। এ সময় বাড়ির মালিক সাইফুল ইসলাম তাকে মুখ চেপে ধরে পাশের একটি নির্জন কক্ষে নিয়ে যায়। সেখানে ভয়ভীতি দেখিয়ে মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছে পরিবার।
একপর্যায়ে মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত সাইফুল পালিয়ে যায়। পরে মেয়েটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগীর মা জোসনা আক্তার বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।’
একুশে সংবাদ/না.প্র/এ.জে