সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চারটি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আহ্বায়ক কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে প্রতিটি ইউনিয়নে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে এবং সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন কমিটিগুলোর অনুমোদন দেওয়া হয়েছে।
গত ৯ জুলাই উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবেহায়াত ও যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেনের যৌথ স্বাক্ষরে নতুন কমিটি ঘোষণা করা হয়। বিশেষ করে মধ্যনগর সদর ইউনিয়নের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মো. নিজাম উদ্দিনের বড় ভাই ও ৮ নম্বর ওয়ার্ডের বিএনপি কর্মী মো. কামাল হোসেন। তিনি দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। আহ্বায়ক নির্বাচিত হওয়ায় তিনি বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়া, ৯ নম্বর ওয়ার্ডের বিএনপি কর্মী মো. মোশাররফ হোসেন দীর্ঘদিন দলীয় কার্যক্রমে সক্রিয় ছিলেন এবং বর্তমানে তিনি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন। তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান।
দলীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন কমিটি পুনর্গঠনের লক্ষ্যে জেলা ও উপজেলা বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দ মাঠপর্যায়ের কর্মীদের অতীত রাজনৈতিক ভূমিকা, নিষ্ঠা ও ত্যাগ যাচাই-বাছাই করেছেন। বিশেষ করে যারা বিগত ফ্যাসিবাদী আওয়ামী শাসনামলে রাজপথে সক্রিয় ছিলেন, দমন-পীড়ন সহ্য করেছেন এবং মামলার শিকার হয়েছেন—তাদের মূল্যায়নের ভিত্তিতেই এই কমিটি গঠন করা হয়েছে।
এ বিষয়ে মো. কামাল হোসেন বলেন, "আমি দীর্ঘদিন ধরে বিএনপির আদর্শে বিশ্বাসী থেকে রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছি। আওয়ামী দুঃশাসনের সময় বহুবার হয়রানির শিকার হয়েছি, কিন্তু দলের পাশে থেকে সবসময় কাজ করে গেছি। আজ দলের পক্ষ থেকে আমার ত্যাগ ও নিষ্ঠার মূল্যায়ন হয়েছে—এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।"
দলীয় সূত্র আরও জানায়, আগামী আন্দোলন ও সংগ্রামে সংগঠনের ভিত মজবুত করতে নতুন ইউনিয়ন কমিটিগুলোতে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।
একুশে সংবাদ/সু.প্র/এ.জে