AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৯ জুলাই, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চট্টগ্রামে নালায় পড়ে নিখোঁজ শিশু, উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
০৪:৪০ পিএম, ৯ জুলাই, ২০২৫

চট্টগ্রামে নালায় পড়ে নিখোঁজ শিশু, উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় নালায় পড়ে এক শিশুর নিখোঁজ হওয়ার ঘটনায় তল্লাশি শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বুধবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশন থেকে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং উদ্ধার কাজ শুরু করেন। বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন।

তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে এবং নিখোঁজ শিশুটিকে উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

চট্টগ্রাম নগরীতে এ ধরনের দুর্ঘটনা নতুন নয়। এর আগেও একাধিকবার খাল ও নালায় পড়ে প্রাণ হারিয়েছে অনেক শিশু ও পথচারী।

২০২৩ সালের ২৭ আগস্ট আগ্রাবাদের রঙ্গীপাড়া এলাকায় উন্মুক্ত নালায় পড়ে ১৮ মাস বয়সী শিশু ইয়াছিন আরাফাত নিখোঁজ হয়। প্রায় ১৭ ঘণ্টা পর উদ্ধার হয় তার মরদেহ।

২০২১ সালের ৭ ডিসেম্বর ষোলশহর এলাকায় নালায় পড়ে নিখোঁজ হয় শিশু কামাল। তিন দিন পর তার মরদেহ মুরাদপুর এলাকা থেকে উদ্ধার করা হয়।

২০২১ সালের ২৭ সেপ্টেম্বর আগ্রাবাদে হেঁটে যাওয়ার সময় খোলা নালায় পড়ে মারা যান বিশ্ববিদ্যালয় ছাত্রী সেহেরীন মাহবুব সাদিয়া।

২০২১ সালের ২৫ আগস্ট মুরাদপুর মোড়ে বৃষ্টির মধ্যে পড়ে নিখোঁজ হন সবজি বিক্রেতা সালেহ আহমেদ। তাকে আর উদ্ধার করা সম্ভব হয়নি।

সবশেষ ২০২৪ সালের ১৮ এপ্রিল কাপাসগোলা এলাকায় ব্যাটারিচালিত রিকশা থেকে ছিটকে পড়ে খোলা নালায় পড়ে যান দুই নারী ও ছয় মাস বয়সী শিশু সেহরীস। স্থানীয়রা দুই নারীকে উদ্ধার করলেও শিশুটি স্রোতের টানে ভেসে যায়। পরদিন শিশুটির মরদেহ পাওয়া যায় চাক্তাই খালে।

চট্টগ্রামে নিয়মিতভাবে এমন প্রাণঘাতী ঘটনা ঘটে চলায় নগরবাসীর মধ্যে উদ্বেগ বাড়ছে এবং দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি উঠছে।

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে
 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!