রাজবাড়ীর গোয়ালন্দে বিশেষ অভিযান চালিয়ে ২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের উত্তর দৌলতদিয়া সোনাউল্লাহ ফকিরপাড়ার মো. নায়েব আলী সরদারের ছেলে মো. আসাদুল সরদার (২৮) এবং মো. আজিজুল মণ্ডলের ছেলে মো. সোহাগ ফয়সাল (৩০)।
পুলিশ সূত্রে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়।
বুধবার (১০ জুলাই) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।
এর আগে সোমবার (৮ জুলাই) বিকেল সোয়া ৫টার দিকে গোয়ালন্দঘাট থানার এসআই মো. ফারুক হোসেন বিপিএম সঙ্গীয় ফোর্স নিয়ে দৌলতদিয়া ইউনিয়নের বাংলাদেশ হ্যাচারির সামনে দৌলতদিয়া-ফরিদপুর মহাসড়কের পাকা রাস্তার উপর থেকে তাদেরকে ২ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় নিয়মিত মামলা দায়ের করে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।
একুশে সংবাদ/রা.প্র/এ.জে